=-ব্যবসার শুরুতে ধরে নিন পরিবার ও আত্মীয় সজন কেউ নেই আপনার।
=-৫-৭ বছর ব্যবসায় টিকে থাকুন দেখবেন, অনেক আত্মীয় আপনার কারন তখন ব্যবসায় ভিত্তি দিনদিন তৈরি হবে।
=-বিপদে শুধু সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি আপনার একমাত্র আপন, তিনি সকল সমস্যার সমাধান করবেন।
=-আপনার ব্যক্তিত্ব ভুলে যান।
=-EGO ঝেড়ে ফেলুন। জেনে রাখুন EGO আপনাকে বড় হতে দেবে না।
=-আপনার স্কিল ডেভলপ করুন।
=-কাজের পিছনে ছুটুন, টাকার পিছনে নয়।
=-অবসরে হাটুন।
=-স্বপ্নের রাস্তায় হাটুন, হাল ছাড়বেন না।
=-বিপদ আসবেই, আপনাকে আরো শক্ত করতে আসবে।
=-বিনয়ী আচরণ করুন সবার সাথে।
=-কিছু সময় হাতে কাজ না থাকাও ভাল, তখন নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করে, সেগুলো শুধরে নেওয়া যায়।
=-অনেক ধৈর্য্য দরকার।
=-গোসল আর ঘুম ঠিক মত হতে হবে, তাছাড়া আপনি অসুস্থ হয়ে যাবেন।
=-নিজেকে ভালবাসুন আর সৃষ্টিকর্তাকে হৃদয়ে রাখুন।
=-এবার আপনি পারবেন। আরো যারা পেরেছে তারাও আপনার মতই ছিল। সুতরাং, চেষ্টা করুন। হাল ছাড়বেন না।
Leave a Reply